নবীনগরে সাপে কাটার ভ্যাকসিন না পেয়ে কৃষকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া, 14 June 2022, 127 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাপের কামড়ে নিপিন্দ্র সূত্রধর (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

পৌর এলাকার ১নং ওয়ার্ডের আলমনগর গ্রামে সোমবার সকালে এ ঘটনা ঘটে।

নিপিন্দ্র ওই এলাকার মৃত নিশিন্দ্র সূত্রধরের ছেলে। তিনি তিন সন্তানের জনক।

পরিবার সূত্রে জানা যায়, নিপিন্দ্র সূত্রধর আগে কাঠমিস্ত্রির কাজ করতেন। প্রবাস থেকে দেশে আসার পর থেকে হাঁস-মুরগি ও গরু পালন শুরু করেন।

সোমবার সকালে গরুর জন্য ঘাস কাটার সময় একটি বিষধর সাপ তার বাম হাতে কামড় দেয়। পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কিন্তু সেখানে ভ্যাকসিন না থাকায় রোগীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন ডাক্তাররা। পরে কুমিল্লা নেওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন কৃষক নিপিন্দ্র সূত্রধর।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটার ভ্যাকসিন না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তারা জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন না পাওয়াটা খুবই দুঃখজনক। আজ যদি ভ্যাকসিন পাওয়া যেত তাহলে ওই কৃষকের মৃত্যু হতো না।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান জানান, বর্তমানে হাসপাতালে সাপের কামড়ের প্রতিষেধক নেই। ভ্যাকসিনের জন্য চাহিদা পাঠিয়েছি।