গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1166418 বার পড়া হয়েছে,
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চলন্ত ট্রেন থেকে পড়ে শ্রাবণ (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা পৌনে দুইটার দিকে ঢাকা-চট্রগ্রাম রেলপথের আশুগঞ্জের বড়তল্লায় এই ঘটনা ঘটে। নিহত শ্রাবণ জেলা শহরের মধ্যপাড়ার শান্তিভাগ মহল্লার রাকিব মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক সালাউদ্দিন খান নোমান জানান, শ্রাবণ একটি জুতার দোকানে চাকরি করতেন। সকালে শ্রাবণ তার তিন বন্ধু আবির, তৌফিক ও নিশাতের সাথে ঘুরে বেড়াতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে ট্রেন যোগে আশুগঞ্জে যায়। দুপুরে তারা চারজন লোকাল কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে বাড়িতে ফিরছিলেন। আশুগঞ্জ থেকে ফেরার পথে দরজায় দাঁড়িয়ে থাকা শ্রাবণ চলন্ত ট্রেন থেকে পা পিছলে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়।