১ ঘন্টায় নিভেছে ফানুস থেকে লাগা আগুন

সারাদেশ, 1 January 2022, 360 বার পড়া হয়েছে,
নিজস্ব প্রতিবেদক : ইংরেজি নববর্ষ উদযাপনে ওড়ানো ফানুসে রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে একটি ভবনের তৃতীয় তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তিন ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

শনিবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত ২ টায় ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন।

তিনি বলেন, রাত ১২ টার পরে ফানুস উড়ানোর ঘটনায় রাজধানীর একাধিক জায়গায় আমরা আগুন লাগার খবর পাই। এরমধ্যে যাত্রাবাড়ীর মাতুয়াইলের একটি ভবনের তৃতীয় তলায় আগুন লাগার খবর পাই। খবর পেয়ে ঘটনাস্থলে প্রথমে আমরা দুইটি ইউনিট পরে আরও একটি ইউনিট পাঠাই। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আমাদের তিনটি ইউনিট ওই ভবনের আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা জানতে পারিনি। এছাড়া হতাহতের কোনো খবর আমরা এখন পর্যন্ত পাইনি।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বলেন, রাত সাড়ে ১২টার দিকে তৃতীয় তলার ওই ভবনটির ছাদে পরিত্যক্ত কাঠের মধ্যে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। পরে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিভাতে আসে। আমরা ধারণা করছি থার্টি ফাস্ট নাইট উপলক্ষে উড়ানো ফানুস বা ফুটানো আতশবাজি থেকে আগুনের সূত্রপাত হতে পারে।