গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1167528 বার পড়া হয়েছে,
আজ প্রভাতের আলোক মালা
দিগন্তরেখা করে উজালা,
নতুন আশার বাণী নিয়ে
শুরু হলো নতুন দিন;
আজ তোমার জন্মদিন।
শুভ হোক আগামী তোমার
এই প্রার্থনা হৃদয়ে আমার,
শুভ হোক জীবনের প্রতিটি ভোর
খুলে যাক সকল সাফল্যের দোর।
আজ এই শুভ দিনে
কাটবে প্রহর পাখির গানে,
হৃদয়ে আজ সুখের উল্লাস।
আজ বসন্ত মাখা দিন,
আজ ‘আল-আমিন শাহীন’ এর শুভ জন্মদিন।