গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1168100 বার পড়া হয়েছে,
থামবে-চলছে-চলবে
–মনিরুল ইসলাম শ্রাবণ
বহু দিনের পথ পেরিয়ে
বহু বাঁধার ঘাট পেরিয়ে
থামলো আবার ট্রেন।
ষড়যন্ত্রের শেকল ভেঙ্গে
দানব গুলোর দাঁত ভেঙ্গে
থামলো আবার ট্রেন।
সব ভোগান্তির শেষ হয়ে
আন্দোলনের সুফল হয়ে
থামলো আবার ট্রেন।
ছাত্র-শিক্ষক যাত্রী হবে
রুগী-ডাক্তার যাত্রী হবে।
চলবে আবার ট্রেন।
চাকরিজীবী ভায়ের সাথী
ব্যবসায়ীদের সুখের সাথী
চলবে আবার ট্রেন।
খুশি আজি ভিক্ষুকের দল
ভবঘুরে টোকাইয়ের দল
চলবে আবার ট্রেন।
মানুষগুলো চড়বে যাতে
ভাংচুরকারীরাও চড়বে তাতে
চলছে আবার ট্রেন।
ট্রেন থামা শুভ হোক,
সবার যাত্রা শুভ হোক।