নাসিরনগরে মেঘনা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া, 15 November 2025, 6 বার পড়া হয়েছে,

মো. আজহার উদ্দিন,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা (৬০) এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বিলেরপাড় এলাকায় নদীর কিনারা থেকে লাশটি উদ্ধার করা হয়।

সরাইল দুবাজাইল নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল কুদ্দুছ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি প্রায় ৮-১০ দিন আগের হতে পারে এবং নদীর স্রোতে কোথাও থেকে ভেসে এসেছে। লাশের শরীরে পচন ধরা পড়েছে।

তিনি আরও জানান, অজ্ঞাত বৃদ্ধের পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার জন্য বলা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। যদি পরিচয় শনাক্ত না হয়, তবে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর কর্তৃপক্ষ লাশটি দাফনের ব্যবস্থা করবে।