ব্রাহ্মণবাড়িয়ায় ড্রেজারের পাইপ থেকে শিশুর লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া, 7 July 2021, 507 বার পড়া হয়েছে,
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ফসলি জমি থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কাটার সময় পাইপের ভিতরে পা ঢুকে জামিয়া আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার শিবপুর ইউনিয়নের মিরপুর গ্রামে প্রবাসী জালাল মিয়ার মেয়ে। এ ঘটনায় সোমবার রাতে নিহত শিশুর মা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করে।
স্হানীয় ও শিশুর স্বজনরা জানায়, দুপুরে মিরপুর গ্রামে আউয়াল মিয়ার ফসলি জমি থেকে ড্রেজার ব্যবসায়ী জাকির মিয়াকে সাথে নিয়ে অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করছিলেন। এসময় ড্রেজারের মাটি উত্তোলনের পাইপের ভিতর জামিয়ার পা দুটি চলে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়। সে স্থানীয় একটি আলিয়া মাদ্রাসার ২য় শ্রেণির ছাত্রী ছিলেন।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমিনুর রশীদ বলেন, ড্রেজারের পাইপের নিচ থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শিশুটির নিহতের ঘটনায় তার মা বাদি হয়ে থানায় হত্যা মামলা করেছেন। ড্রেজারের সাথে যুক্ত এজহার নামীয় আসামীদের  গ্রেফতার সর্ব্বাত্মক চেষ্টা চলছে।