জীবনানন্দ দাশ সাহিত্য পুরস্কার-২০২৫- এর মনোনীত হলেন কথাসাহিত্যিক আমির হোসেন

সাহিত্য, 15 September 2025, 23 বার পড়া হয়েছে,
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ কবিতা সংসদ কর্তৃক প্রদত্ত ‘জীবনানন্দ দাশ সাহিত্য পুরস্কার-২০২৫ খ্রি.’- এর জন্য মনোনীত হলেন প্রখ্যাত কথাসাহিত্যিক আমির হোসেন। আগামী ২৬ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দে ঢাকা থেকে কবি ও সাহিত্যিকদের এক আনন্দ ভ্রমণসহ সাগরকন্যা নামে খ্যাত কুয়াকাটায় ‘পর্যটন কর্পোরেশন ইয়ুথ কনফারেন্স হলরুমে’ বর্ণাঢ্য উৎসবের মাধ্যমে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ।
কথাসাহিত্যিক আমির হোসেন ১৯৭৩ সালের ৫ জানুয়ারি কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মো. সুরুজ মিয়া ও মাতার নাম গুলবরের নেছা। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে তাঁর শিক্ষায় হাতেখড়ি। তিনি স্থানীয় কৃষ্ণনগর আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৯ সালে মাধ্যমিক,  ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে ১৯৯১ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন। এরপর ১৯৯৬ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে গণিতে অনার্সসহ এমএসসি ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে তিনি ২০০৩ সালে বিএড ও ২০১৫ সালে এল এল বি ডিগ্রী অর্জন করেন।
তাঁর প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থগুলি-নিমন্ত্রিত তমসা (কবিতা)-২০০৬ খ্রিস্টাব্দ, দার্শনিক কবি মাশরেকী’র জীবন ও সাধনা (গবেষণা)-২০০৭ খ্রিস্টাব্দ, ঝরাফুলের সুরভি (উপন্যাস)-২০০৮ খ্রিস্টাব্দ, ব্রাহ্মণবাড়িয়া জেলার ইতিহাস (গবেষণা)-২০১২ খ্রিস্টাব্দ, জলময়ূরীর পেখম(গল্প)-২০১৩ খ্রিস্টাব্দ, জলের গহীনে নীল জোছনা (কবিতা)-২০১৩ খ্রিস্টাব্দ, মালালার আর্তনাদ (উপন্যাস)-২০১৩ খ্রিস্টাব্দ, তোমার হরিণমায়া চোখ (গল্প)-২০১৫ খ্রিস্টাব্দ, চালাক কুমির ও বোকা শেয়াল (শিশুতোষ গল্প)-২০১৬ খ্রিস্টাব্দ, সিঁদুরের দেয়াল (উপন্যাস)-২০১৬ খ্রিস্টাব্দ, রমেশ ঋষির সংসার (গল্প)-২০১৬ খ্রিস্টাব্দ, ক্লান্তিহীন এক অভিযাত্রী মোকতাদির চৌধুরী (গবেষণা)-২০১৮ খ্রিস্টাব্দ, ছোটদের বঙ্গবন্ধু (গবেষণা)-২০১৯ খ্রিস্টাব্দ, সুখ নগরের সারথি (কবিতা)-২০১৯ খ্রিস্টাব্দ, বাঁশির সুরে পরীর নাচ (শিশুতোষ গল্প)-২০১৯ খ্রিন্টাব্দ, তিতাস পাড়ের গল্প (গবেষণা)-২০১৯ খ্রিস্টাব্দ, পরিমল স্যারের পুরিন্দা (গল্প)-২০১৯ খ্রিস্টাব্দ, মায়াবী মদিরাক্ষি (কবিতা)-২০১৯ খ্রিস্টাব্দ, বঙ্গবন্ধু ও তাঁর পরিবার (গবেষণা)-২০২০ খ্রিস্টাব্দ, মুক্তিযুদ্ধের গল্প (গল্প)-২০২০ খ্রিস্টাব্দ, অদ্বৈত’র তিতাস ও অন্যান্য প্রবন্ধ (গবেষণা)-২০২১ খ্রিস্টাব্দ, বৃহন্নলা (উপন্যাস)-২০২১ খ্রিস্টাব্দ, তিতাস বন্দনা (সম্পাদনা)-২০২২ খ্রিস্টাব্দ, শেখ রাসেল শৈশবে ঝরে যাওয়া ফুল (গবেষণা)-২০২৪ খ্রিস্টাব্দ, হিরালী ও অন্যান্য গল্প (গল্প)-২০২৪ খ্রিস্টাব্দ, মহাদেবের মৃত্যুরহস্য (গল্প)-২০২৪ খ্রিস্টাব্দ, আলোর শহরে তমসার রাত (কবিতা)-২০২৫ খ্রিস্টাব্দ, রাতজাগা পাখি ও কুরচি ফুলের সুবাস (কবিতা)-২০২৫ খ্রিস্টাব্দ, বৃক্ষ পুরাণের (কবিতা)-২০২৫ খ্রিস্টাব্দ, অণুগল্প-এক (গল্প)-২০২৫ খ্রিস্টাব্দ, অণুগল্প-দুই (গল্প)-২০২৫ খ্রিস্টাব্দ।
গ্রন্থ সমুহ-
কথাসাহিত্যিক আমির হোসেন সাহিত্যের ছোট কাগজ ‘স্বদেশ’ সম্পাদনা করছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরে ‘চেতনায় স্বদেশ গণগ্রন্থাগার’ নামে একটি সুপরিচিত গ্রন্থাগার প্রতিষ্ঠা করেছেন। এছড়াও তিনি বেশ কয়েকটি আন্তর্জাতিক, জাতীয় ও স্থানীয় শিল্প-সাহিত্য বিষয়ক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে থেকে সক্রিয়ভাবে কাজ করছেন।
তিনি সাহিত্যের বেশ কয়েকটি পত্রিকা ও সংকলনের প্রধান উপদেষ্টা, প্রধান সম্পাদক ও উপদেষ্টা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতোমধ্যেই তিনি সাহিত্যের বিভিন্ন অনুষ্ঠানের বক্তা ও আলোচক হিসেবে সুপরিচিত হয়ে উঠছেন। দেশ-বিদেশ ভ্রমণ যেন শুধুই তাঁর সখ নয়, নেশায় পরিণত হয়েছে।
তিনি ২০০৮ সালে দৈনিক যুগান্তর পত্রিকার (স্বজন সমাবেশ) বর্ষসেরা লেখক সম্মাননা, ২০১৩ সালে তিতাস আবৃত্তি সংগঠন সম্মাননা পদক-ব্রাহ্মণবাড়িয়া, ২০১৪ সালে জননী সাহিত্য পদক-রাজশাহী, ২০১৪ সালে ইদ্রিস খান স্মৃতি সম্মাননা পদক-ব্রাহ্মণবাড়িয়া, ২০১৪ সালে কবি এম. আমজাদ আলী স্মৃতি পদক-রাজশাহী, ২০১৫ সালে ‘মেঠোপথ’ সাহিত্য পদক-কিশোরগঞ্জ, ২০১৮ সালে বেস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী পুরস্কার ২০১৯ সালে সুমিতা সাহিত্যপত্র সম্মাননা-আগরতলা, ত্রিপুরা, ভারত, ২০২০ সালে কলকাতা-ঢাকা বঙ্গমৈত্রী পরিষদ কর্তৃক প্রদত্ত বঙ্গমৈত্রী পদক, ২০২১ সালে কবির কলম সম্মাননা পদক, ব্রাহ্মণবাড়িয়া, ২০২২ সালে ভারত বাংলাদেশ মৈত্রীর ৫১ ্বছর পূর্তি উপলক্ষে কলকাতা ভারত হতে বঙ্গবন্ধু পদক, ২০২২ সালে নজরুল আন্তর্জাতিক সাহিত্য পরিষদ কর্তৃক পদত্ত নজরুল পদক, ২০২৩ সালে জ্ঞানতাপস ড. মুহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি পরিষদ, ঢাকা কর্তৃক প্রদত্ত জ্ঞানতাপস ড. মুহাম্মদ শহীদুল্লাহ গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২৩, ২০২৪ সালে প্রিয় প্রকাশ-সুকুমার রায় সাহিত্য সম্মাননা ও ২০২৫ সালে লেখক উন্নয়ন কেন্দ্র, ঢাকা কর্তৃক প্রদত্ত কবি নজরুল সাহিত্য সম্মাননা-২০২৫ লাভ করেন।
অসাম্প্রদায়িক চেতনায় বিশ^াসী এ কথাসাহিত্যিক শিক্ষকতাকে পেশা হিসেবে গ্রহণ করেছেন। তিনি এশিয়াটিক সোসাইটি ঢাকা এর নিয়োগকৃত গবেষণা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ২০২৩ সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ^বিদ্যালয় কর্তৃক পরিচালিত পিএইচডি গবেষণা কোর্সে ভর্তি হয়ে কালজয়ী ঔপন্যাসিক অদ্বৈত মল্লবর্মণের সৃষ্টিকর্মের উপর গবেষণা কাজে নিয়োজিত রয়েছেন।