গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1168250 বার পড়া হয়েছে,
তুমি সেদিন বলেছিলে হারাবে যেদিন
সেদিন বুঝবে কি চলে গেল জীবন থেকে
অল্প বয়সের ঢিল ছোড়া প্রজাপতির
পাখায় পাখায় উড়াউড়ি
পলকে পলকে নুপুরের ঝুমুর ঝুমুরশব্দ
হৃদ মাজারের তানপুরার সুর৷বিস্তৃত আকাশে রঙ্গীন ঘুড়ি
মন মাজারে বিরাজ করে
হরেক রঙয়ের খেলার ঘর
কিসের কি তোমার কথা
বুঝার হলো দায়৷
স্বচ্ছ বুকের শান্ত জলে
সূর্য্যের আলো করে খেলা
ডুব সাঁতারে বয়ে যায় ঘড়ির
ঘন্টার কাঁটা৷
মায়াবী আলোর সর্বহারা সন্ধ্যাটুকু
কৃষ্ণাভ মেঘকলি বেসাতি জীবনে
মর্মরিত বেজে উঠে তোমার প্রতিটা বানী
কি পেলাম না কি হারলাম
হাহাকার ধ্বনী বেজে উঠে মনে
মা আমার মা৷