সরাইলে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেপ্তার-১

ব্রাহ্মণবাড়িয়া, 10 January 2025, 9 বার পড়া হয়েছে,

মো. আজহার উদ্দিন,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় সরাইল থানায় একটি মামলা হয়েছে। এই মামলার আসামী ইউনুস মিয়া (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ৷

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দিবাগত রাতে মিজানুর রহমান হিরা নামের এক ব্যক্তি ২৩ জনের নাম উল্লেখ্য করে সরাইল থানায় মামলাটি করেন।

গত বুধবার বিকাল ৪টার দিকে সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামের ইমামবাড়ি এলাকায় দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

আহতরা হলেন, আংগুর মিয়া (৪২), কাপ্তান মিয়া (২৫) পারুল আক্তার (৩০), জুলহাস ২৫), জাহাঙ্গীর মিয়া (২৫),
দুলাল মিয়া (২৫) ও সজিব মিয়া (১৮)। আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মামলার বাদি মিজানুর রহমান হিরা জানান, ধামাউড়া গ্রামের ইমামবাড়ি এলাকায় খুরশীদ মিয়ার ছেলে শরীফের বিটেবাড়ির ৮ শতাংশ জায়গা নিয়ে একই এলাকার মৃত মতর মিয়ার ছেলে হোসেন মিয়ার সাথে দ্বন্দ্ব সৃষ্টি হয়। আজকে বুধবার একই ঘটনার জেরে শরীফের বড়ভাই আংগুর মিয়া ও হোসেন মিয়ার চাচাতো ভাই নওয়াব মিয়া, মারফত আলী ও আম্বর আলীসহ দু’পক্ষের ৪০-৫০ জন দা-লাঠিসোঁটা ও ফলা-বল্লম নিয়ে মারামারিতে জড়িয়ে যায়৷ এমন সময় সংঘর্ষে ১০-১২ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, এর আগে বিটেবাড়ির জায়গার বিরোধ নিয়ে আমার বড়ভাই খুর্শিদ মিয়া অভিযুক্ত আসামী হোসেন মিয়া ও তার পুত-ভাতিজার হামলার শিকার হয়ে দীর্ঘদিন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আজকেও একই ভাবে হোসেন মিয়ার লোকেরা আমাদের উপর হামলা করে। আগের ঘটনায় সরাইল থানায় হোসেন মিয়াসহ ১৭ জন ও অজ্ঞাতনামা আরও ৫/৬ নামে একটি হত্যা চেষ্টা মামলা করি।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত বুধবার বিকালে পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এই ঘটনায় একজনকে আটক করে কারাগারে পাঠিয়েছি৷ আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে৷