অনির্বাচিত সরকার চাইলেই যে কোন সিদ্ধান্ত নিতে পারেনা – ইঞ্জি খালেদ হোসেন মাহবুব শ্যামল

ব্রাহ্মণবাড়িয়া, 2 January 2025, 23 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক (ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর-৩) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন,আপনারা জানেন দেশের এই সংকটকালীন মুহুর্তে নানা ধরনের বিশৃঙ্খলা চলছে। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার বলেছেন অতি দ্রুত সংস্কার কাজ শেষ করে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

অনির্বাচিত সরকার যতই শক্তিশালী হোক না কেন চাইলেই তারা যে কোন সিদ্ধান্ত নিতে পারেনা। তাই নেতার কথা মতো আমরা দ্রুত একটি নির্বাচিত দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহবান জানাই। তিনি (২রা জানুয়ারী) বৃহস্পতিবার শহরের দানবীর লোকনাথ রায় চৌধুরী ময়দান কমপ্লেক্স মাঠে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের আয়োজনে দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।”শারীরিক ও মানসিকভাবে সুস্থ-সুন্দর প্রজন্ম গঠনই জাতীয়তাবাদী ছাত্রদলের সংকল্প” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠানে এসব কথা বলেন, খেলার ফাইনালে আখাউড়া উপজেলা ছাত্রদলকে নবীনগর উপজেলা ছাত্রদল ২-০ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের আয়োজনে জেলার ৯ টি জেলার ৯টি উপজেলার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর, নবীনগর, বাঞ্ছারামপুর, কসবা, আখাউড়া, বিজয়নগর ও আশুগঞ্জ উপজেলার ছাত্রদল অংশগ্রহণ করে। সকাল দশটা থেকে শুরু হয়ে বিকাল পাঁচটা পর্যন্ত এ খেলা ফাইনাল ম্যাচ পর্যন্ত গড়ায়।

অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাজিদুর রহমান সাজিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি ও সাবেক সাধারণ সম্পাদক সাবেক ভিপি জহিরুল হক খোকন।পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন রেজুয়ানুল হক শীষ। খেলায় ধারাভাষ্য বর্ণনা করেন সাবেক ফুটবলার ওমর ফারুক আজাদ, সাংবাদিক ও কন্ঠশিল্পী শাহাদাত হোসেন সোহেল ও মিজানুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজের সভাপতি এবিএম মোমিনুল হক, জেলা বিএনপি নেতা আলী আজম, জসিম উদ্দিন রিপন, জেলা যুবদলের সাবেক আহবায়ক মনির হোসেন, মাইনুল হোসেন চপল, নিয়ামুল হক, নবীনগর পৌরসভার সাবেক মেয়র মাইনুদ্দিন মঈন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সালাহ্ উদ্দিন আহমেদ, জেলা শ্রমিক দলের নেতা আজিজুর রহমান, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি রাশেদুল হক, জসিম চৌধুরী, রাশেদ কবির আখন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ তৈমুর, আশিকুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক আতিকুল হক জালাল, পৌর যুবদলের সভাপতি এডভোকেট মাসুদুল হক, সাধারণ সম্পাদক এডভোকেট ইয়াছিন মিয়া, দুলাল আহমেদ, হাফিজ মিয়া, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ হাফিজুল্লাহ্, সাধারণ সম্পাদক ফোজায়েল চৌধুরী, আজহারুল ইসলাম দিদার, সাঈদ আহমেদ সানী, ডিকন সহ প্রমূখ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরও বলেন, মাদক থেকে বিরত রাখতে তারেক রহমানের নির্দেশে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। গত ষোল বছর আন্দোলনের ফলে ই ৫ আগস্টের বিজয়  সম্ভব হয়েছে। ৫ আগস্টের অর্জন কারো একার অর্জন নয়, কোন দলেরও নয়। ৫ আগস্টের বিজয় সমগ্র জাতির সম্মিলিত অর্জনের ফসল। কেউ যদি মনে করে এই অর্জন কোন ব্যক্তির কিংবা কোন একটি সংগঠনের তাহলে সেই ধারণা ভুল।