ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শিক্ষক সমিতির অভিষেক অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 1 December 2023, 79 বার পড়া হয়েছে,
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শিক্ষক সমিতির (বিটিএ) অভিষেক অনুষ্ঠিত হয়েছে। জেলা শিক্ষক সমিতির সহ-সভাপতি ও চাঁন্দপুর তমিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু অহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষক সমিতির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল। অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী।
ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে ২৯ নভেম্বর বুধবার বিকেল তিনটায় আয়োজিত অনুষ্ঠানে জেলা শিক্ষক সমিতি বিটিএ কর্তৃক ৫১ সদস্য বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ কমিটি ও কসবা উপজেলা শিক্ষক সমিতির আহবায়ক কমিটির অনুমোদন প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের পর সদর উপজেলার উপজেলা শিক্ষক সমিতির ৫১ সদস্য বিশিষ্ট কমিটির পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
শালগাও কালীসীমা স্কুল অ্যাণ্ড কলেজের সহকারি প্রধান শিক্ষক আব্দুল কাদিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাদেকপুর ইউনিয়ন স্কুল অ্যাণ্ড কলেজের অধ্যক্ষ মো. শফিকুর রহমান, সাধারণ সম্পাদক ও হাবলাউচ্চ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক ও  উজানিসার জয়নাল আবেদীন খান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাচ্চু তালুকদার, সুহাতা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বশির আহাম্মদ ভুইয়া, অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মিজানুর রহমান, বাকাইল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, ঘাটিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আলমগীর হোসেন, নাটাই বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.কামাল হোসেন, ঘাটুরা বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ সরকার,পয়াগ নরসিংসার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আতাউর রহমান প্রমুখ। অনুষ্ঠানে নবগঠিত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শিক্ষক সমিতির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।