নাসিরনগরে ধানকাটার মেশিনের নীচে পড়ে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া, 9 May 2022, 170 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ধান কাটার মেশিনের (কম্বাইন্ড হারভেস্টর) নিচে পড়ে বাঁধন সরকার-(৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (০৮ মে) বিকালে উপজেলার সিংহগ্রামে এই ঘটনা ঘটে। নিহত বাঁধন সরকার উপজেলার কুন্ডা ইউনিয়নের আন্দাবহ গ্রামের সুশান্ত সরকারের ছেলে।

পরিবারের লোকজন জানান, শিশু বাঁধন সরকার রোববার সকালে মায়ের সাথে সিংহগ্রাম মায়ের দাদু নারায়ন বিশ্বাসের বাড়িতে বেড়াতে আসে।

বিকেলে সিংহগ্রামের জমিতে ধান কাটার জন্য কম্বাইন্ড হারভেস্টর মেশিন রাস্তা দিয়ে ধানি জমিতে যাওয়ার সময় চালক যখন মেশিনটি পেছনের দিকে ব্রেক করে তখনই শিশু বাঁধন মেশিনের চাকার নীচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় স্থানীয় লোকজন মেশিনটি আটক করলেও চালক রাজু মিয়া পালিয়ে যায়।

এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকারের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।