মোঃ নিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : র্যাব-৯ এর পৃথক অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা থেকে ২২৫ বোতল ফেনসিডিলসহ ২ জন গ্রেফতার।
র্যাব-৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এর একটি আভিযানিক দল গত ২১ ডিসম্বর আনুমানিক রাত ২৩:৩০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউপির কাশিনগর এলাকায় মাদক বিরাধী অভিযান পরিচালনা করে ১৫৫ বোতল ফেনসিডিলসহ ১ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি- নয়ন খান (২০), ময়মনসিংহ জেলার গরীপুর উপজেলার গোপালপুর গ্রামের (মানিক খানের বাড়ি) মোঃ মোহন খানের ছেলে।
এছাড়াও অপর আরেকটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এর একটি আভিযানিক দল গত ২২ ডিসম্বর আনুমানিক সকাল ০৭:৩০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউপির উথারিয়াপাড়া এলাকায় মাদক বিরাধী অভিযান পরিচালনা করে ৭০ বোতল ফেনসিডিলসহ ১ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি- মোঃ নিঝুম মিয়া (১৯),
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের উথারিয়া পাড়া (সরদার বাড়ি) এর মোঃ সাজু মিয়ার ছেলে।
পরবর্তী আইনগত ব্যবস্হা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেফতারকৃত ব্যক্তিদ্বেয় ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।