বাঞ্ছারামপুরে সড়কের পাশের নাল থেকে গৃহবধূর লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া, 25 August 2021, 445 বার পড়া হয়েছে,
আদিত্ব্য কামাল : ব্রাক্ষ্মনবাড়িয়া বাঞ্ছারামপুরে মাজেদা বেগম (৪৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৫ আগস্ট) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদরের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে গতকাল (২৪ আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে পৌর এলাকার মাতুর বাড়ির এলাকায় সড়কের পাশে নাল থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। সে জগনাথপুর এলাকার শাহআলম মিয়া স্ত্রী।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. রাজু আহম্মেদ বলেন, দুপুরে মাজেদা বেগম বাড়ি থেকে বের হয়ে আসে। পরে খবর পেয়ে রাতে সড়কের পাশে নাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।