আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডা. হিমেল খান নিযুক্ত

ব্রাহ্মণবাড়িয়া, 19 November 2024, 18 বার পড়া হয়েছে,

মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UHFPO) হিসেবে ডা. হিমেল খান নিযুক্ত হয়েছেন৷

সোমবার (১৮ নভেম্বর) সকালে কর্মস্থলে যোগদান পূর্বক সহকর্মী ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা মাধ্যমে স্বাগত জানানো হয়।

উল্লেখ্য যে ফ্যাসিবাদী সরকারের শাসনামলে, ড্যাব এর জেলা কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে থাকার কারণে নানান প্রকার বদলি ও হয়রানি করানো হয় উক্ত ‘জনদরদী ডাক্তার’ হিসেবে খ্যাত ডা. হিমেল খানকে। “মিথ্যার জয় চিরদিন নয় সত্যের জয় একদিন নিশ্চয়ই”অবশেষে এ সত্য জয়ের প্রতিফলনই ঘটেছে উক্ত প্রত্যাবর্তনে।

সেবা ব্রতের এই সেবকপ্রাণ ডাক্তার সুদৃঢ়ভাবে আখাউড়া উপজেলা স্বাস্থ্য বিভাগকে ইতিপূর্বে ঢেলে সাজিয়েছেন এবং অদূর ভবিষ্যতে আরো অত্যাধুনিক ও নান্দনিক হবে এই স্বাস্থ্য পরিসেবা, এই‌ প্রত্যয় ব্যক্ত করে আজকে উনি নতুন আঙ্গিকে যাত্রা শুরু করলেন।