সরাইলে বাচ্চু মিয়ার গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 19 November 2024, 73 বার পড়া হয়েছে,

মো. রুবেল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের আওয়ামীলীগ নেতা মো. বাচ্চু মিয়ার গ্রেফতারের দাবিতে ও বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। এ সময় অরুয়াইল ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান স্থানীয়রা।

রোববার (১৭ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার অরুয়াইল ইউনিয়ন বাসির ব্যানারে আবদুস সাত্তার ডিগ্রি কলেজের সামনে প্রধান সড়কে পাঁচ শতাধিক নারী পুরুষ ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করেন।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ইসলামী ব্যাংক সামনে গিয়ে শেষ হয়। অভিযুক্ত আওয়ামী লীগ নেতা বাচ্চু মিয়া সরাইল উপজেলার অরুয়াইল গ্রামের আবেদ আলীর ছেলে।

মানববন্ধনে বক্তারা বলেন, অরুয়াইল ইউনিয়নে ত্রাস, মামলাবাজ, সংখ্যালঘু পরিবারের ভূমি দখলকারী, নারীলিঙ্গুক, মাদ্রাসার ছাত্র সহ একাধিক হত্যা মামলার আসামী আওয়ামীলীগ নেতা মো. বাচ্চু মিয়ার গ্রেফতারের দাবি জানাচ্ছি।

এ সময় সনাতন ধর্মের ঝুমা সূত্রধর তার বোন নিপা সূত্রধর অভিযোগ করে বলেন, আমাদের এক বোন থেকে ১৮ শতক জায়গা কিনে বাচ্চু মিয়া কৌশলে পুরো বাড়ির জায়গা লিখে নেন। প্রতিবাদ করলেও বাচ্চুর অর্থ ও রাজনৈতিক প্রভাবের কাছে অসহায়।

সমাধানের কথা বলে আমার বোনকে নিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণ করে উল্টো আমাদের হুমকি দিতে থাকে। পরবর্তীতে স্থানীয় বাবুল মিয়া’র সহযোগিতা’য় আবারও আপোষের কথা বলে এবং অর্ধেক জায়গা ফেরত দিবে বলে মীমাংসার স্বার্থে আমাদের থেকে চেক এবং স্ট্যাম্প নিয়ে যায়।

আমরা পড়াশোনা না জানাই এসব ব্যাপারে তেমন অভিজ্ঞ নয়। এই সুযোগে এখানেও নিজের প্রভাব খাটায় বাচ্চু, জায়গা না দিয়ে উল্টো চেক এর মাধ্যমে আমাদের নামে মামলা দেয় তিনি। আমরা বেশ কয়েক বার আইনী পদক্ষেপ নিতে গিয়েও বাচ্চুর অর্থ ও রাজনৈতিক প্রভাবের কাছে হেরে গেছি বার বার। এখন বাচ্চুর নির্যাতন ও মামলার কারণে আমার বোন পলাতক থাকতে হচ্ছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, অরুয়াইল ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হাজী আক্কাস,বিএনপি নেতা গাজী নোয়াব মিয়া, অরুয়াইল বাজার বণিক কমিটির সভাপতি ক্ষিরোদ চন্দ্র ঘোষ,সাবেক ইউপি সদস্য শিরীনা আক্তার, চিত্তরঞ্জন ঘোষ, ঝুমা সূত্রধর ও নিপা সূত্রধর প্রমূখ।