সরাইলের শাহবাজপুর ইউনিয়ন আ’লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল

ব্রাহ্মণবাড়িয়া, 28 August 2022, 181 বার পড়া হয়েছে,

মো.রুবেল মিয়া : ২০০৪ সালের ২১শে আগষ্ট গ্রেনেট হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগ। এর আগে উক্ত ইউনিয়ন আ’লীগের কার্যালয়ের মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৮ আগস্ট, বরিবার বিকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান খাইরুল হুদা চৌধুরী বাদল সভাপতিত্বে ও যুগ্ম-সাধারন সম্পাদক শাহ মো. কাইয়ূম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন স্থানীয় ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজাদ মুন্সি, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো.শাহ আলম, শাহবাজপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মো.তোছাদ্দেক আহম্মেদ ও সহযোগি সংগঠণের নেতৃবৃন্দ।

পরে ২১ আগস্ট গ্রেনেট হামলার প্রতিবাদে শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান খাইরুল হুদা চৌধুরী বাদল, সাধারন সম্পাদক শাহেদ মিয়া বাবুল ও যুগ্ম-সাধারন সম্পাদক শাহ মো. কাইয়ূম এর নেতৃত্ব শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালী ও বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি শাহবাজপুর মহাসড়কের শাহবাজপুর ফাষ্ট নামক মোড় প্রদক্ষিণ করে উক্ত কার্যালয়ের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশে পরিণত হয়। উক্ত সমাবেশে বক্তব্য দেন স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।