ব্রাহ্মণবাড়িয়ায় শ্রমিক দলের সাংগঠনিক কর্মী সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 2 November 2024, 33 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কার্যক্রমকে অধিকতর গতিশীল করার লক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে এক সাংগঠনিক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।২(দুই নভেম্বর) শনিবার সকাল ১১ টায় জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক মোঃ মোস্তাফার সঞ্চালনায় ও জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ হেবজুল বারীর সভাপতিত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হওয়া সাংগঠনিক কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আনোয়ার হোসাইন,প্রধান বক্তা হিসেবে উপস্হিত ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মফিদুল ইসলাম মোহন, বিশেষ বক্তা হিসেবে উপস্হিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিন শ্রমিক দলের সদস্য সচীব বদরুল আলম সবুজ,বিভাগীয় শ্রমিক দলের যুগ্ন সাধারণ সম্পাদক বাবুল খান তাপস,বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কার্যকরী সভাপতি দিদার হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিক দলের সিনিয়র সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাহার চৌধুরী, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক-১ আব্দুল আজিজ,সাংগঠনিক সম্পাদক-২ মনির হোসেন সহ অত্র সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হলে অনুষ্ঠানের শুরুতে আওয়ামীলীগ সরকারের আমলে বিভিন্ন উপজেলায় প্রতিহিংসার শিকার হয়ে বিভিন্ন মামলা-হামলায় কারা নির্যাতন সহ্য করা শ্রমিক নেতাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ফুল দিয়ে মঞ্চে ডেকে বরন করে নেন। অতঃপর অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া সদরসহ বিভিন্ন উপজেলা থেকে আগত শ্রমিক দলের নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সামনে চলমান বর্তমান পরিস্হিতির মধ্যে আগামী দিনে তাদের শ্রমিক সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার লক্ষে তাদের নিজ নিজ উপজেলার শ্রমিক দলের কার্যক্রম সন্মন্ধে তাদের দলের ও সংগঠনের সাংগঠনিক রিপোর্ট পেশ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ আগত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে আগামী দিনে জাতীয়তাবাদী শ্রমিক দলের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে করনীয় বিভিন্ন কর্ককান্ড নিয়ে আলোচনা করেন। তারা বলেন,আগামী দিনে দলকে শক্তিশালী করতে বিশেষ করে আগামী নির্বাচনকে সামনে রেখে সকল ধরনের ভেদাভেদ ভুলে ব্রাহ্মণবাড়িয়া সদরসহ শ্রমিক দলের প্রতিটি উপজেলার ইউনিটকে ঢেলে সাজিয়ে শক্তভাবে অবস্হান নিয়ে নিবেদিত কর্মী হিসেবে দলের পক্ষে এখন থেকেই সাংগঠনিক কার্যক্রম নিশ্চিত করতে হবে।তারা এ ব্যাপারে তাদের কাছে সাংগঠনিক সকল বিষয় জানতে চান ও এ ব্যাপারে তাগিদ দেন। ভিবিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দরাও সংগঠন কার্য বিধি অনুযায়ী কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে খুব দ্রুত সময়ের মধ্যে সকল ইউনিটের শ্রমিক দলের পূনাঙ্গ কমিটি গঠন করে সব ধরনের কার্যক্রম নিশ্চিত করার অঙ্গীকার ব্যাক্ত করেন।