ব্রাহ্মণবাড়িয়ায় পরকিয়ায় সন্দেহ করায় স্ত্রীর বিরুদ্ধে প্রবাসীকে হত্যা অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া, 21 May 2022, 265 বার পড়া হয়েছে,
জাকারিয়া জাকির : ব্রাহ্মণবাড়িয়ায় পরকিয়ার সন্দেহ করা তাজুল ইসলাম (৫০) নামের এক প্রবাসীকে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। শুক্রবার (২০ মে) মধ্যরাতে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ঘাটিয়ারা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত তাজুল ইসলাম ওই এলাকার এমরান মোল্লার ছেলে। ঘটনার পর স্ত্রী সামসিয়া আক্তার তোহা (৪৫) আটক করেছে পুলিশ।

নিহতের পরিবারের বরাত দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন জানান, তাজুল ইসলাম দীর্ঘ ২৪ বছর যাবত সৌদি আরবে প্রবাসে ছিলেন। গত দুই মাস আগে তিনি দেশে ফিরে আসেন। দেশে ফেরার পর তার নজরে এক ব্যক্তির সাথে স্ত্রী সামসিয়া আক্তার তোহা’র অবৈধ সম্পর্ক আছে বলে সন্দেহ হয়। এনিয়ে তাজুল ইসলামের সাথে স্ত্রী সামসিয়া আক্তার তোহা’র মনোমালিন্য হয়। শুক্রবার মধ্যরাতে পরকিয়ার বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই এক পর্যায়ে স্ত্রী সামসিয়া আক্তার তোহা তার স্বামী তাজুল ইসলামকে চেয়ার তোলে মাথায় আঘাত করে, এরপর বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।

তিনি আরও জানান, ঘটনার পর পর অভিযুক্ত স্ত্রী সামসিয়া আক্তার তোহা’কে আটক করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে।