বিজয়নগরে ট্রাক-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, দুইজন নিহত

ব্রাহ্মণবাড়িয়া, 27 July 2022, 107 বার পড়া হয়েছে,
বিজয়নগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা ট্রাক ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বুধবার (২৭ জুলাই) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের শশই এলাকায় এই দূর্ঘটনার ঘটে।

নিহতরা হলেন, জেলা শহরের পূর্ব মেড্ডা এলাকার মৃত সুজাত আলীর ছেলে মিজানুর রহমান (৬০) ও চাঁদপুর জেলা সদরের জাফরাবাদ এলাকার জয়নাল আবেদীনের ছেলে মহিম উদ্দিন (৩৯)।

খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দ্র বসু জানান, সকালে ঢাকাগামী একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ার ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজন নিহত হয়েছেন। নিহতদের পরিবারের কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ গুলো হস্তান্তর করা হয়েছে।