গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1117254 বার পড়া হয়েছে,
মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রিন্সিপাল মোস্তফা কামালকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে জেলা শহরের কালীবাড়ি মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোস্তফা কামাল ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের কালীবাড়ি মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কামাল ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার একটি হত্যা মামলার এজাহার নামীয় আসামি। শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।