ব্রাহ্মণবাড়িয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পদ হারালেন যুবলীগ নেতা

ব্রাহ্মণবাড়িয়া, 20 July 2022, 146 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পদ হারালেন সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মহসিন খন্দকার।

রোববার রাতে জেলা যুবলীগের দপ্তর সম্পাদক রিটন রায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মহসিন খন্দকারকে দল থেকে বহিষ্কারের কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেসবুকে লাইভ ও স্ট্যাটাসে বিভ্রান্তিমূলক, মিথ্যা ও বানোয়াট বক্তব্য দিয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় এবং রাষ্ট্র ও সমাজবিরোধী একাধিক মামলা থাকায় সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মহসিন খন্দকারকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাকে চূড়ান্ত বহিষ্কার করতে কেন্দ্রে সুপারিশ পাঠানো হয়েছে।

এ বিষয়ে মহসিন খন্দকার বলেন, সিলেটে বন্যা শুরু হওয়ার পর শহরের মধ্যপাড়ায় আওয়ামী লীগ নেতা খোকনের বাড়িতে যুবলীগের সভা হয়। সেখানে বন্যার্তদের ত্রাণ বিতরণের জন্য উপস্থিত সবার কাছে সহায়তা চাওয়া হয়। আমাকে ১০ হাজার টাকা দিতে বলা হলে আমি পাঁচ হাজার টাকা বন্যার্তদের ত্রাণ দিতে সহায়তা করি। টাকা নেওয়ার পরও ত্রাণ দেওয়া হয়নি, এদিকে সিলেটে পানিও কমে আসে। এমন অবস্থায় আমি সুহিলপুর ইউপির কিছু এলাকায় বন্যাকবলিতদের ত্রাণ দিতে বলি। প্রয়োজনে আমি আরও ১৫-২০ হাজার টাকা দিতে চাই। কিন্তু তারা কোনো প্রকার ত্রাণ বিতরণ না করে মাছিহাতা ইউনিয়নের সম্মেলনের দিন পদ্মা সেতু দেখতে গেলেন। এমপি সাহেবের প্রোগ্রামের দিন তারা ওই টাকা নিয়ে পদ্মা সেতু দেখতে গেলেন।