ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ শ্রমিক কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সভা

ব্রাহ্মণবাড়িয়া, 1 September 2024, 23 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নং ১১৮১ এর অবৈধ শ্রমিক কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মেড্ডা বাস স্ট্যান্ডের সামনে ১১৮১ এর সর্বস্তরের শ্রমিকবৃন্দের সৌজন্যে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, সাবেক শ্রমিক নেতা মো: হোসেন মিয়া। মো: শফিক মিয়ার কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভা পরিচালনা করেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিক কল্যাণ ফান্ডের সাধারণ সম্পাদক এ কে এম কাজল। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ১১৮১ এর সাবেক সাধারণ সম্পাদক মো: আনিসুর রহমান চৌধুরী। বিশেষ বক্তব্য প্রদান করেন ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রতন মিয়া ও সাবেক শ্রমিক নেতা মো: জাকির মিয়া। সভায় আরো উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া শ্রমিক কল্যাণ ফান্ডের সভাপতি মো: শফিকুল ইসলাম, সাবেক শ্রমিক নেতা আমির হোসেন আমু, ওবায়দুল ড্রাইভার, এরশাদ বক্স, মো: জামাল মিয়া, নাজমুল হক (বাবু), দুলাল মিয়া, আক্তার মিয়া, জসিম মিয়া, রিফাত মিয়া, মো: দানা মিয়া, সোহাগ খন্দকার, মো: সেলিম ড্রাইভার প্রমূখ।
সভায় বক্তারা বলেন বর্তমান অবৈধ শ্রমিক কমিটি শ্রমিক কল্যাণ তহবিলের টাকা লুটপাট করে খাচ্ছে। প্রকৃত শ্রমিকরা পঙ্গু ভাতা ও মৃত্যু ভাতা পাচ্ছে না, বরং যারা অনিয়মের মাধ্যমে ভাতা নিয়েছে তারা অনেকেই শ্রমিক না। সভায় বক্তারা বর্তমান অবৈধ কমিটি বাতিল করে সঠিক ভোটার তালিকা প্রণয়ন করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানান।