ইন্দিরা গান্ধী স্বর্ণ পদক পেলেন কবি ও সাহিত্যিক আমির হোসেন

ব্রাহ্মণবাড়িয়া, 20 September 2022, 213 বার পড়া হয়েছে,

নিজস্ব প্রতিবেদক: ভারত বাংলাদেশ সাহিত্য ও সংস্কৃতি পরিষদ কর্তৃক ইন্দিরা গান্ধী স্বর্ণ পদক পেলেন তিতাস পাড়ের কবি ও সাহিত্যিক আমির হোসেন।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ভারত বাংলাদেশ সাহিত্য ও সংস্কৃতি পরিষদ কর্তৃক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইন্দুমতী সভা গৃহে কলকাতায় সংবর্ধনা অনুষ্ঠানে আমির হোসেনকে এ পদক প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (অব.) অধ্যাপক ড. পবিত্র সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম বঙ্গ রাজ্যসভার সদস্য শুভাশিস চক্রবর্ত্তী।

এছাড়া উপস্থিত ছিলেন দুই বাংলার কবি, সাহিত্যিক, গবেষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, রাজনীতিক ও সংস্কৃতিকর্মী। পরিষদের সভাপতি প্রখ্যাত সংগীত শিল্পী রানা মুখার্জি এর সভাপত্তিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক কবি তৌহিদুল ইসলাম কনক ও কবি ড. দ্যুতি দত্ত।