সৌদি আরবে স্বাচিপের আহবায়ক কমিটির সদস্য হলেন ডাঃ নাহিদা খানম সিমু

ব্রাহ্মণবাড়িয়া, 27 April 2024, 77 বার পড়া হয়েছে,

মুখলেছুর রহমান অভি,সৌদি আরব প্রতিনিধি : সৌদি আরবে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপের) আহবায়ক কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের মেয়ে মানবিক চিকিৎসক ডাঃ নাহিদা খানম সিমু। তিনি দীর্ঘ দিন ধরে চিকিৎসা সেবার মহান পেশায় যুক্ত রয়েছেন।বর্তমানে তিনি সৌদি আরবের পূর্বাঞ্চলের দাম্মামে হেলথকেয়ার পলিক্লিনিকে কর্মরত আছেন। ডাঃ নাহিদা খানম সিমু আহবায়ক কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনেক শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংঘটনের নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পোষ্ট দিচ্ছেন।এছাড়াও ডাঃ নাহিদা খানম সিমু সহ-সভাপতি ফ্রেন্ডস অফ বাংলাদেশ আওয়ামী লীগ দাম্মাম, সৌদি আরব। উপদেষ্টা ,চট্টগ্রাম সমিতি দাম্মাম, সৌদি আরব এবং মহিলা ক্যান্সার সচেতনতা সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

(স্বাধীনতা চিকিৎসক পরিষদ) সৌদি আরব শাখার আহবায়ক কমিটির পক্ষ থেকে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত মহোদয়ের সাথে সাক্ষাৎ ও মত বিনিময় করা হয়। উক্ত সাক্ষাৎকারের সময় দূতাবাসের পক্ষে আরও উপস্থিত ছিলেন মিশন উপপ্রধান, লেবার কাউন্সিলর ও অন্যান্য কাউন্সিলরবৃন্দ। সৌদি আরবে বাংলাদেশী চিকিৎসক ও নার্স নিয়োগের বর্তমান পরিস্থিতি, প্রতিবন্ধকতা ও সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। স্বাচিপ, সৌদি আরব শাখার পক্ষ থেকে উপস্থিত ছিলেন আহবায়ক ডাঃ কাজী মাসুদ, যুগ্ম আহবায়ক ডাঃ আনোয়ারুল হক, সদস্য সচিব ডাঃ শেখ মমতাজুল ইসলাম বাপ্পী, সদস্য ডাঃ নাহিদা খানম ও ডাঃ শরীফা নাজনীন।
মত বিনিময় সভায় স্বাচিপ নেতৃবৃন্দের বক্তব্যের প্রেক্ষিতে রাষ্ট্রদূত জানান চিকিৎসক নেতৃত্বের অভিজ্ঞতা ও কারিগরি সহায়তা নিয়ে দূতাবাস পূর্বের মত এবারও উদ্যোগ গ্রহণ করবে।
মত বিনিময় শেষে মান্যবর রাষ্ট্রদূতকে স্বাচিপ সৌদি আরব শাখার আহ্বায়ক কমিটি অনুমোদনের কপি হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, ডাঃ নাহিদা খানম সিমুর স্বামী ও প্রবাসের আরেকজন মানবিক চিকিৎসক ডাঃ আহমেদ সাঈদ।