ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫

ব্রাহ্মণবাড়িয়া, 1 July 2022, 208 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের জাফরগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মজলিশপুর ইউনিয়নের জাফরগঞ্জ গ্রামের কোরবান আলীর ছেলে কামাল মিয়া (৪৫), একই এলাকার জামাল মিয়ার ছেলে শাহীন মিয়া (২৭), আবদুল বারেকের ছেলে মুক্তার মিয়া (২৫), দোলোয়ার আলীর ছেলে ফারুক মিয়া (২০) ও আমির হোসেনের ছেলে জুনায়েদ মিয়া (২৫)।

পুলিশ জানায়, ঈদুল আজহাকে সামনে রেখে মজলিশপুর এলাকায় গরু চোরের উপদ্রব বেড়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জাফরগঞ্জ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনগণ পাঁচ ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতরা পেশাদার ডাকাত। তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

গ্রেফতারকৃদের মধ্যে কামাল, শাহীন ও মুক্তারের বিরুদ্ধে সদর থানায় গরু চুরি, ডাকাতিসহ বিভিন্ন ধরনের একাধিক মামলা রয়েছে।