আচরণবিধি লংঘন করে প্রচারণা নাসিরনগরে ইউপি চেয়ারম্যানকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া, 6 January 2024, 36 বার পড়া হয়েছে,
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : নির্ধারিত সময়ের পরও প্রচারণা চালানোর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফাউন্দাউক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফারুকুজ্জামান ফারুককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (০৫ জানুয়ারি) রাতে তাকে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নাসিরনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাববর হোসেন।
খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার সকাল আটটায় ছিলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ সময়। তবে নির্বাচনী বিধি না মেনে রাতেও প্রচারণা চালাচ্ছিলেন ফারুকুজ্জামান। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত তাকে দশ হাজার টাকা জরিমানা করেন। ফারুকুজ্জামান নৌকা প্রতীকে নির্বাচন করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী হন। তবে তিনি স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ কে একরামুজ্জামানের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হলেন বর্তমান সংসদ সদস্য বি এম ফরহাদ হোসেন সংগ্রাম।