ব্রাহ্মণবাড়িয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আযহা উদযাপিত

ব্রাহ্মণবাড়িয়া, 11 July 2022, 165 বার পড়া হয়েছে,
জাকারিয়া জাকির : ব্রাহ্মণবাড়িয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। রোববার (১০ জুলাই) সকাল ৮ টায় জেলা ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতে নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন। এতে ইমামতি করেন শহরের পাইকপাড়া জামে মসজিদের খতিব মাওলানা হিদায়াত উল্লাহ নূর।

নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। জেলা ঈদগাহ মাঠ ছাড়াও জেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ১৩৮৪টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দেন মুসলমানরা।