সরাইলে লাঙ্গল প্রতীকের প্রার্থী রেজাউল ইসলামের গণসংযোগ ও নির্বাচনী সভা

ব্রাহ্মণবাড়িয়া, 23 December 2023, 125 বার পড়া হয়েছে,

মো.রুবেল মিয়া : সরাইলে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের জাতীয় পার্টির মনোনীত মহাজোট সমর্থিত লাঙ্গল প্রতীকের প্রার্থী এড. রেজাউল ইসলাম ভূইয়ার নির্বাচনী সভা, গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকালে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে সদর বাজার এলাকায় গণসংযোগ করেন এড. রেজাউল ইসলাম ভূইয়া।

এর আগে উপজেলা জাতীয় পার্টির অফিসে নির্বাচনী সভা করেন এড. রেজাউল ইসলাম ভূইয়া।সরাইল উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক এমদাদুল হক ছালেক সভাপতিত্বে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের জাতীয় পার্টির মনোনীত মহাজোট সমর্থিত লাঙ্গল প্রতীকের প্রার্থী এড. রেজাউল ইসলাম ভূইয়া।

এ সময় সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য মো. আলমগীর(উজ্জ্বল), কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক পার্টির সদস্য মোবারক হোসেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক শেখ মো. ইয়াছিন, আশুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক হানিফ সরকার, সরাইল উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক পার্টির সদস্য এমদাদুল হক ছালেক, যুগ্ম আহ্বায়ক ইউসুফ খান, যুগ্ম আহ্বায়ক বিল্লাল মিয়া,যুগ্ম আহ্বায়ক একেএম কাজল, সদস্য সচিব মোজাহিদুল ইসলাম সেলিম, উপজেলা মৎস্যজীবী পার্টির আহ্বায়ক মো. দানিছ মিয়া, সদস্য সচিব জাহেদ আলী, সরাইল সরকারি কলেজ শাখা জাতীয় ছাত্র সমাজের সভাপতি মো. কামরুল ইসলাম, উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মো. নান্নু মিয়া, যুগ্ম-আহ্বায়ক মো. ইব্রাহিম মিয়া, উপজেলা কৃষক পার্টির যুগ্ম-আহ্বায়ক তামান মিয়া প্রমুখ।সভাটি সঞ্চালনা করেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সদস্য সচিব এম এ মজিদ বক্স।