সভাপতি আহমেদুল হক চৌধুরী, মহাসচিব মিয়া লুৎফর রহমান চৌধুরী

ব্রাহ্মণবাড়িয়া, 12 December 2023, 122 বার পড়া হয়েছে,
মোঃ নিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি ২০২৩-২৫ মেয়াদের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা এ.টি. আহমেদুল হক চৌধুরী পিপিএম, অবসরপ্রান্ত আইজিপি ও সাবেক চেয়ারম্যান সরকারী কর্ম কমিশন, কমিটিতে মহাসচিব হিসেবে মিয়া লুতফর রহমান চৌধুরী, অবসরপ্রাপ্ত পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) প্রেসের মাধ্যমে মিয়া লুৎফুর রহমান চৌধুরী অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মহাসচিব, বি.আর.পি.ও.ডব্লিউ.এ জানান, শনিবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম রাজারবাগ ঢাকায় সম্পন্ন হয়েছে। নির্বাচনে দুই প্যানেলে সদস্যগণ ২২টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
কমিটিতে অন্যান্যদের মধ্যে আরও নির্বাচিত হয়েছেন, সহ-সভাপতি: বীর মুক্তিযোদ্ধা মােঃ ওয়ালিয়ার রহমান, অবসরপ্রাপ্ত ডিআইজি, সহ-সভাপতি: বীর মুক্তিযােদ্ধা মােঃ আব্দুস সাত্তার পিপিএম, অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি;
সহ-সভাপতি: বীর মুক্তিযােদ্ধা মােঃ নাজমুল হক পিপিএম, অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি; কোষাধ্যক্ষ মােঃ আব্দুল কুদ্দুস খান পিপিএম, অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী পুলিশ সুপার, যুগ-মহাসচিব মােঃ সিরাজুল ইসলাম, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার; যুগ্ন-মহাসচিব: মােঃ বক্তিয়ার হোসেন ভূঞা, আবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী পুলিশ সুপার; দপ্তর সম্পাদক: জনাব কাজী শাহাবুদ্ধিন আহম্মদ, অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক; সম্পাদক: লাইব্রেরী ও ডরমেটরী: নাসির উদ্দিন খান, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার; সহকারী কোষাধ্যক্ষ: জনাব মােঃ জাহিদ আলম বিশ্বাস, অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন, এস,এম গােলাম মােন্তফা, অবসরপ্রাপ্ত পুলিশ সুপার; সেতারা বেগম, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার; মুহাম্মাদ আবদুল আওয়াল পিপিম, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার; মােঃ নজরুল ইসলাম মিয়া বিপিএম, পিপিএম, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার, ফরিদ উদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত অতিরিত্ত পুলিশ সুপার; মােঃ ওবায়দুল হক পিপিএম (বার), অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার; এম এ মালেক, অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার; মােঃ সিরাজুল ইসলাম পিপিএম(বার), অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার মােঃ ইন্তেজার রহমান পিপিএম, অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার, মাে আবদুল ফাত্তাহ খান, অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক জনাব মােঃ আমীর আলী, অবসরপ্রান্ত পুলিশ পরিদর্শক, মো: আমীর আলী, অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শিক।