চার মাস বন্ধ থাকার পর খুলে দেওয়া হচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী লোহার ব্রিজ

সারাদেশ, 23 November 2023, 160 বার পড়া হয়েছে,

নিজস্ব প্রতিবেদক : প্রায় চার মাস বন্ধ থাকার পর এ মাসের ২৩ তারিখের মধ্যে সাধারণ মানুষের চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে এই ঐতিহ্যবাহী লোহার ব্রিজ। যার দীর্ঘ সময় ধরে চলাচলের অনুপযোগী ছিল যে শ্যামলের তৈরি ব্রিটিশ আমলে তৈরি এই ব্রিজ টি স্বাধীনতা যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত হলে পরে তো মেরামত করা হয় এরপরে আর সম্পূর্ণরূপে কোন মেরামত করা হয়নি তাই ব্রিজ টি চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল এই প্রথম বাংলাদেশ রেলওয়ের তত্ত্বাবধানে ব্রিজ থেকে সম্পূর্ণভাবে মেরামত করা হয় এবং নতুন করে রিপিট মারা হয় যা ব্রিজ তৈরির পর আর কখনো করা হয়নি বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। আগামী ২৩ তারিখে জনসাধারণের জন্য মুক্ত করে দেওয়া হলেও অল্প কিছুদিনের মাঝেই যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে।