এবার স্বামীর যৌতুক মামলায় স্ত্রী শ্রীঘরে

সারাদেশ, 3 September 2021, 506 বার পড়া হয়েছে,
নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরে স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার চাঁদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলি আদালত মতলব উত্তরের বিচারক মো. কফিল উদ্দিনের আদালত এ আদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, গত ২ বছর আগে মতলব উত্তর উপজেলার উত্তর গাজীপুর গ্রামের সিরাজ বাগের ছেলে নূর মোহাম্মদ ও একই উপজেলার সুজাতপুর এলাকার দুলাল মিজির মেয়ে মনি আক্তার মিতুর বিয়ে হয়। ২ লক্ষ ৫০ হাজার টাকা দেনমোহরে এই বিবাহ হয়েছিল। কিন্তু বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরই শুরু হয় যত বিপত্তি।

মামলার বিবরণে আরও জানা যায়, মনি আক্তার মিতু ও তার পরিবার স্বামী নুর মোহাম্মদের কাছে ৩ লক্ষ টাকা যৌতুক দাবি করে চাপ দিতে থাকে। পরবর্তীতে নুর মোহাম্মদ নিরুপায় হয়ে আদালতের শরণাপন্ন হলে আদালত মিতুর বিরুদ্ধে সমন জারি করে। পরে মিতু আক্তার জামিন প্রার্থনা করতে গেলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ ব্যাপারে মামলার বাদী নূর মোহাম্মদ জানান, আমার স্ত্রী মনি আক্তার মিতু ও তার পরিবার মিলে ৩ লাখ টাকা যৌতুক দাবি করে আমার জীবনটা তছনছ করে দিচ্ছিলো। তাই এই ঘটনাটি আদালতকে অবহিত করি। পরে আদালত বিষয়টি আমলে নিয়ে মিতুর বিরুদ্ধে সমন জারি করেন। পরে মিতু আজ আদালতে জামিন নিতে গেলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।