আখাউড়ায় ইঁদুরের বিষ খেয়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যুর অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া, 1 November 2023, 85 বার পড়া হয়েছে,

আশরাফুল মামুন : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় মোছা. নুপুর আক্তার (১৫) নামে এক কিশোরী ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার দক্ষিণ ইউপির নুরপুর গ্রামের পূর্ব পাড়ায় এই ঘটনা ঘটে। নুপুর আক্তার ওই গ্রামের মো. সুমন মিয়ার কন্যা। খবর পেয়ে পুলিশ রাতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, নিজ বাড়িতে বিষ খেয়ে নুপুর আক্তার ছটফট করতে থাকলে পরিবারের সদস্যরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তবে কি কারণে সে বিষ খেয়েছে তা জানাতে পারেনি কেউ।

এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।