![](https://janatarkhobor.com/wp-content/uploads/2021/07/received_859001731415995-120x72.jpeg?v=1630695817)
গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1229199 বার পড়া হয়েছে,
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুকুরের পানিতে ডুবে দেড় বছর বয়সী মোহাম্মদ নামে এক শিশু মারক গেছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে আশুগঞ্জ সদর ইউনিয়নের নাওঘাট এলাকায় এই ঘটনা ঘটে। মোহাম্মদ একই এলাকার সাইফুল ইসলামের ছেলে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমেদ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শিশু মোহাম্মদ কয়েকদিন আগে তার মায়ের সাথে নানা বাড়িতে বেড়াতে আসছিল৷ শিশুটি আজকে সবার অজান্তে বাড়ির পাশের একটি নতুন পুকুরের পানিতে ডুবে মারা যায়।
ওসি আরও জানান, শিশুটির পরিবারের কোন অভিযোগ নেই বলে বিনা ময়নাতদন্তে শিশুর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করেছি।