কসবায় গত ১৪ মাসে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার, আটক ৪৭৯ জন

ব্রাহ্মণবাড়িয়া, 17 September 2023, 105 বার পড়া হয়েছে,
শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা এলাকায় গত ১৪ মাসে কসবা থানা পুলিশের  মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ সর্বনাশা মাদক উদ্ধার করেছে কসবা থানা পুলিশ। পাশাপাশি এর সাথে জড়িত অপরাধী হিসেবে ৪৭৯ জন কে আটক করা হয়েছে। মূলত কসবা থানাটি ভারতের সীমান্ত ঘেঁষা একটি থানা হওয়ায় মাদক কারবারীদের জন্য কসবা থানা এলাকাটি অন্যতম একটি জোন  হিসেবে ব্যবহৃত হয়। এই থানার বিভিন্ন পয়েন্ট কিংবা রোডকে মাদক কারবারিরা তাদের সুবিধার্থে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ কে ফাঁকি দিয়ে নানান কৌশল অবলম্বন করে মাদকের চালানে ব্যবহার করে থাকে। কিন্তু তাদের সকল অপকৌশল কে নস্যাৎ করে দেওয়ার জন্য মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে চ্যালেঞ্জ গ্রহণ করে অনেকটাই সফল কসবা থানা পুলিশ। আর এই চ্যালেঞ্জের প্রধান নেপথ্যে  রয়েছেন কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম।  তিনি আদালতের গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নসহ সীমান্তবর্তী থানায় আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় তার বলিষ্ঠ ও চৌকস নেতৃত্বের জন্য সম্প্রতি জেলা পুলিশের দপ্তর থেকে হয়েছেন সম্মানিত, একাধিকবার পেয়েছেন শ্রেষ্ঠ অফিসার  হিসেবে  বিশেষ  সম্মাননা। জানা যায়, তিনি সীমান্তবর্তী থানা কসবায় যোগদানের পর থেকে আজ অবদি বিপুল পরিমাণ মাদক উদ্ধারে সফলতার সাক্ষর রেখে চলেছেন। এখন পর্যন্ত উদ্ধার হওয়া মাদকের  মধ্যে রয়েছে, গাঁজা – ২১৭৪- কেজি (৫৪ মন ৩৫৫ গ্রাম) যা প্রায় দুই টনের অধিক, ৮৪৫ বোতল স্কফ,৭৩২ বোতল বিদেশি মদ, ৪২৭ বোতল বিয়ার, ১১৮০৩ পিস ইয়াবা, ১৮২ বোতল ফেন্সিডিল, ১২ বোতল হুইস্কি এবং ২৪ লিটার চোলাই মদ। এই মাদকদ্রব্য উদ্ধারে এখন পর্যন্ত মামলা হয়েছে ২৯৯ টি এবং এতে গ্রেফতারকৃত আসামি সংখ্যা ৪৭৯ জন।
এ ব্যাপারে কসবা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মহিউদ্দিন পিপিএম বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ সাখাওয়াত হোসেন মহোদয়ের নির্দেশনায় অত্র থানায় আমি যোগদানের পরপরই থানা এলাকার আইনশৃঙ্খলা সংক্রান্ত পরিবেশ ভালো রাখার চেষ্টার পাশাপাশি মাদক কিংবা মাদক কারবারিদের বিরুদ্ধে আমার থানা পুলিশের সদস্যদের সহযোগিতায় আমি এক প্রকার যুদ্ধ ঘোষণা করি। মাদক  কারবারীদের বিরুদ্ধে আমাদের নীতি জিরো টলারেন্স। মাদক কারবারীরা এই অবৈধ মাদক কারবার করতে গিয়ে  প্রতিনিয়তই তাদের নিত্য নতুন কৌশল ব্যাবহার করে। কিন্তু আমরা তাদের সকল ধরনের অপকৌশল রুখে দিতে সদা জাগ্রত ও প্রস্তুত। তিনি মাদককারবীদের বিরুদ্ধে মাদক নির্মূলের যুদ্ধে সকলের সহযোগীতা কামনা করেন।