‘আমরাই আগামীর চোখ’ সংগঠনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 19 October 2023, 231 বার পড়া হয়েছে,
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় আমরাই আগামীর চোখ সামাজিক সংগঠনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শহরের ঘাটুরা মধ্যবাজারের লতিফ শাহ মাজার প্রাঙ্গণে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৩ অক্টোবর শুক্রবার সকাল ৮ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত চলে এই ফ্রি মেডিকেল ক্যাম্প।
এতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা নাসির উদ্দিন সরকার, সংগঠনের সার্বিক উপদেষ্টা,মুখ ওদন্ত বিশেষজ্ঞ সার্জন ডাক্তার তানভীর আহমেদ, সংগঠনের সভাপতি সৈয়দ রুম্মান, সহ-সভাপতি কোহিনুর আক্তার প্রিয়া, সহ-সভাপতি কাজী শাহীন, সাধারণ সম্পাদক মোহম্মদ রেদওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম ইসলাম, সাংগঠনিক সম্পাদক রুহান ভূঁইয়া, অর্থ সম্পাদক এনামুল হক, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম, প্রচার সম্পাদক আশিকুর রহমান রাফসান, কার্যকরী সদস্য জাকিয়া সুলতানা, কার্যকরী সদস্য কাউসার আহমেদ, মোস্তাকিম, নুসরাত জাহান রুবি।
মেডিকেল ক্যাম্পে যারা সেবা দিয়েছেন, মুখ ও দন্ত বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ, গাইনী বিশেষজ্ঞ, অর্থোপেডিক বিশেষজ্ঞ ডাক্তার। এছাড়া ব্লাড প্রেসার নির্ণয়ে সার্বক্ষণিক কাজ করেছেন মেহেরুন্নেসা নিতু এবং সুমন মিয়া, উপস্থাপনায় ছিলেন কাজী শাহীন, ব্লাড গ্রুপ নির্ণয়ে কাজ করেছেন মোঃ আনোয়ার হোসেন, মনির হোসেন।