ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত-১

ব্রাহ্মণবাড়িয়া, 12 August 2023, 142 বার পড়া হয়েছে,
নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনের ছাদে গলায় তার পেঁচিয়ে পড়ে মাঈন উদ্দিন (৪০) নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন, তার নাম জগৎ মিয়া। তারা দুজনেই খরমপুর মাজারে যাওয়ার জন্য ট্রেনের ছাদে উঠেছিলেন। এ নিয়ে গত দুইদিনে মাজারে যাওয়ার পথে ট্রেন লাইনে পাঁচজন নিহত হলেন।

শুক্রবার (১১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে জেলা শহরের কলেজ রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মাঈন উদ্দিনের বাড়ির কুমিল্লার হোমনা উপজেলার ঘনিয়ারচরে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির এসআই হাতেম আলী ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল রাতে মাঈন উদ্দিনসহ কয়েকজন আখাউড়ায় খরমপুর মাজারে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে তিতাস কমিউটার ট্রেনের ছাদে উঠেন। ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে বিরতি শেষে সরকারি কলেজ রেলগেট এলাকা অতিক্রম করার সময় মাঈন ও জগতের গলায় ইন্টারনেটের তার পেঁচিয়ে ট্রেন থেকে নিচে ছিটকে পড়েন।

এ ঘটনায় ট্রেনে কাটা পড়ে মাঈন উদ্দিনের একটি পা কোমর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে স্থানীরা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত জগৎ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এর আগে গত বৃহস্পতিবার কেল্লা শহীদের মাজারে আসা চার ব্যক্তি নিহত হয়েছেন। এর মধ্যে ট্রেনে কাটা পড়ে দুজন এবং অন্য দুজন রেল সেতু থেকে পানিতে ঝাঁপ দিয়ে মারা যান।