গ্রীন ব্রাহ্মণবাড়িয়া’র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ব্রাহ্মণবাড়িয়া, 27 February 2022, 268 বার পড়া হয়েছে,
কোহিনূর আক্তার,নিজস্ব প্রতিবেদক : নিজে বাঁচি পরিবেশ বাঁচায় চলো সবাই গাছ লাগায় এই স্লোগান কে সামনে রেখে গ্রীন ব্রাহ্মণবাড়িয়া’র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় সুর- সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন প্রাঙ্গণে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
অংকুর শিশু-কিশোর সংগঠনের প্রতিষ্ঠাতা আনিসুর রহমান রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সুপান। বিশিষ্ট শিল্পপতি কবি দেওয়ান মারুফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানলাইফ হাসপাতালের প্রতিষ্ঠাতা মো. জাহাঙ্গীর হোসাইন। পিস ভিশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জনাব শরীফ আহমেদ খাঁন। আইপি চ্যানেল পথিক টিভির ব্যবস্থাপনা পরিচালক কবি লিটন হোসাইন জিহাদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রীন ব্রাহ্মণবাড়িয়ার এডমিন শরীফ সিদ্দিকী। গ্রীন ব্রাহ্মণবাড়িয়ার উপদেষ্টা সমাজসেবিকা কোহিনূর আক্তার প্রিয়া।