বিজয়নগরে ৫ কেজি গাঁজা সহ ২ যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 17 July 2023, 172 বার পড়া হয়েছে,
শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৫ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে বিজয়নগর থানা পুলিশ। (১৭জুলাই) দুপুরে উপজেলার চম্পকনগর ইউনিয়নের পেটুয়াজুরি এলাকার অভিযান চালিয়ে  চান্দুরা – চম্পকনগর পাকা রাস্তার উপর থেকে থেকে রাব্বী মিয়া (২৪) ও সাকিব মিয়া (২০) নামের দুইজকে   ৫ কেজী গাঁজা সহ   গ্রেফতার করা হয়  । গ্রেফতারকৃত  রাব্বী উপজেলার নজরপুর গ্রামের শানু মিয়ার ছেলে এবং সাকিব ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বৈশ্বর এলাকার সিরাজ মিয়ার ছেলে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ ( ওসি)  রাজু আহমেদ বলেন, আসামীদের বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ  ব্যবস্থা নেওয়া হবে এবং এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।