নাসিরনগরে ডাকাতের উৎপাত

অপরাধ, ব্রাহ্মণবাড়িয়া, 14 January 2022, 538 বার পড়া হয়েছে,

গত এক সপ্তাহের ব্যবধানে দুইটি ডাকাতিতে বুঝা যায় কতটা অনিরাপদ,গত ১-১-২০২২ তারিখে আনুমানিক ৭ টা এক রিক্সা চালককে হাত পা বেদে ব্রিজ থেকে ফেলে দিয়ে তার রিক্সাটি ডাকিতি করে নিয়ে যায় একদল ডাকাত, আজ ১০-১-২০২২আনুমানিক সন্ধা ৬ টা হাত মুখ বেদে এক রিক্সা চালকের রিক্সাটি সহ তার মোবাইল নগদ টাকা ডাকাতি করে নিয়ে যায়।সন্ধা ৬ টা থেকে ৭ টা মধ্যে যদি এতো জমজমাট একটি রাস্তায় এতো ডাকাতি হয় তাহলে কিভাবে চলাচল করবে সাধারণ জনগন।একজন রিক্সা চালক ভাইয়ের সম্বল বলতে তার একটি রিক্সা যা দিয়ে তার পরিবারের সদস্যদের খাবার বা বাচ্চাদের স্কুলের বেতন সহ অনেক কিছুই চালাতে হয় এই আয় থেকে, যদি এই অর্থ যোগানের মেশিনটাই ডাকাতি হয়ে যায় সন্ধার সময় তাহলে তার কি বা করার থাকে।পরিশেষে নাছিরনগর প্রসাসনের দৃষ্টি আকর্শন করছি যেন বেরীবাদ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর জোরদার করা হয় আর যেন গরীবের পেটে লাতি না পরে। পরিবারের মুখে দু মুটো ডাল ভাতের জন্যেই একটি রিক্সা কিনে দিনভর রিক্সা চালানো এই গরীব মানুষদের।