ব্রাহ্মণবাড়িয়া তালশহর পূর্ব  ইউনিয়নে গ্রাম বাসীর উদ্যোগে নতুন রাস্তা নির্মাণ

ব্রাহ্মণবাড়িয়া, 18 February 2024, 39 বার পড়া হয়েছে,
এহসানুল হক রিপন,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা তালশহর পূর্ব ইউনিয়ন মহন পুর থেকে শান্তিনগর ঢাকা সিলেট মহাসড়ক পর্যন্ত  প্রায় আড়াই কিলো  নতুন রাস্তা নির্মান করে তাক লাগিয়ে দিলেন মনির চেয়ারম্যান। গ্রামবাসীর পাশাপাশি সার্বিক সহযোগিতা করেন সরাইল উপজেলার ভাইস চেয়ারম্যান  মো: আবু হানিফ। সেক্ষেত্রে তালশহর পূর্ব ইউনিয়ন,  বুধল ইউনিয়ন, সুহিলপুর ইউনিয়ন ও  পানিশহর  ইউনিয়ন সহ  কমসময়ে মধ্যে চারটি ইউনিয়নের লক্ষাধিক  মানুষ  যাতায়াত করতে পারবে। মহাসড়কে যানযট সৃষ্টি হলে  রোগীর গাড়ী অ্যাম্বুলেন্স  সহ তিন চাকার গাড়ি বিকল্প রাস্তা হিসেবে  ব্রাহ্মণবাড়িয়া শহরে যেতে পারবে।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আবু হানিফ ভাইস চেয়ারম্যান সরাইল উপজেলা, বিশেষ অতিথি আবদুর রশিদ ভূইয়া চেয়ারম্যান সুহিলপুর ইউনিয়ন, আতিকুর রহমান শফিক  চেয়ারম্যান বুধল ইউনিয়ন,বুধল উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক শাহাদ আলী ,  সুহিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুর রশিদ ভূইয়া  বলেন ২০২৫ সালে মধ্যে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী উবায়দুল মোক্তাদির চৌধুরী সাথে কথা বলে রাস্তাটি পাকাকরণের  ব্যবস্থা করে দিবেন।    তালশহর পূর্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনির হোসেন সভাপতিত্বে
 অনুষ্ঠান সঞ্চালনায়   করেন রুবেল মেম্বার । অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন  শাহ আলম মেম্বার ২ নং ওয়ার্ড, মাওলানা আতাউল্লাহ , নায়েব আলী  সরদার,সাব্বির আহমেদ , সাবেক  মেম্বার হোসেন মিয়া,  সাবেক মেম্বার ফেরদৌস সহ চার ইউনিয়ন গর্ণমান্য ব্যক্তিবর্গ।