মঙ্গলবার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব) এবি তাজুল ইসলাম এমপি।
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাদেকুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জলি আক্তার, সায়েদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কাজী আতিকুর রহমান, পৌরসভার মেয়র মো. তফাজ্জল হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের একটি অংশ হচ্ছে স্মার্টকার্ড, স্মার্টকার্ডের মাধ্যমে প্রতিটি নাগরিক উন্নতমানের সেবা পাবে। প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশকে স্মার্টভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে পুনরায় শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য উপস্থিত নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান করেন।