ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি পিস্তল বিক্রয়, তিন যুবক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া, 1 March 2023, 74 বার পড়া হয়েছে,
নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় আমেরিকার তৈরি ৭.৬৫ এমএম বোরের বিদেশী পিস্তল সহ তিন যুবককে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। রোববার মধ্যরাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের দক্ষিন উজানিসার বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি মোটরসাইকেল সহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার পতিশ গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে মোঃ ফিরোজ মিয়া (৩৪), একই গ্রামের কবির হোসেনের ছেলে মোহন মিয়া (৩৫) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা সদরের মরাপুকুর পাড় এলাকার মৃত আবু জাহেরের ছেলে মো. সাজ্জাদ হোসেন (৩০)।

সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় এক সংবাদ সম্মেলনে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা জানান, নোয়াখালী থেকে মোহন ও ফিরোজ নামে দুই যুবক ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সাজ্জাদ নামের আরেক যুবকের কাছে অস্ত্র কিনতে আসেন। তাদেরকে সাজ্জাদ সদর উপজেলার সুলতানপুর থেকে অস্ত্র ক্রয় করে দেন। সেখান থেকে রাতে মোটরসাইকেল যুগে তারা তিনজন কসবার উদ্দেশ্যে যাওয়ার পথে পুলিশ তাদের অস্ত্রসহ গ্রেপ্তার করেন।

তিনি আরও জানান, সাজ্জাদ একসময় প্রবাসে ছিলেন। সেখান থেকে পরিচয় ছিল ফিরোজের সাথে। সাজ্জাদ দেশে ফেরার পর মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। তাকে একবার পুলিশ গ্রেফতার করার পর জেলহাজতে পাঠালে সেখানে পর হয় সদর উপজেলার সুলতানপুরের চিহ্নিত অপরাধী অবুঝের সাথে। এরপরই অস্ত্র ব্যবসা সংক্রান্ত দুজনের মধ্যে যোগাযোগ ছিল। সুলতানপুরে অবুঝের কাছ থেকে অস্ত্র ক্রয় করে ফেরার সময় তাদের গ্রেপ্তার করা হয়। পিস্তলে খালি ম্যাগাজিন ছিল, কোন গুলি ছিল না। এই ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার (প্রভেশনারী) মারেফুল করিম ও ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল ইসলাম সহ পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।