ব্রাহ্মণবাড়িয়া চ্যানেল-24 এর জন্মবার্ষিকী পালন

ব্রাহ্মণবাড়িয়া, 24 May 2022, 260 বার পড়া হয়েছে,

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় চ্যানেল-24 এর জন্মদিন পালন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মে) ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে চ্যানেল-24 এর দশম জন্মদিনে কেক কাটার মধ্যদিয়ে এ-জন্মদিন পালন করা হয়।

এতে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক, ব্রাহ্মণবাড়িয়ার জেলা পুলিশ সুপার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, টেলিভিশন জার্নালিস্ট এর সভাপতি’সহ বিভিন্ন পত্রিকার সম্পাদক ও সাংবাদিকগন।

কেক কাটার পর একটি সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তারা channel-24 এর বাস্তবধর্মী বস্তুনিষ্ঠ সংবাদের প্রশংসা করেন। এছাড়াও কোন কোন বক্তা আশা ব্যক্ত করেন যে ভবিষ্যতে channel24 অন্যায়-অবিচারের সামাজিক সমস্যার সমস্ত সত্য খবর তুলে ধরবেন।