ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবা-ফেনসিডিলসহ ২জন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 24 December 2022, 102 বার পড়া হয়েছে,

এহসানুল হক রিপন,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে ইয়াবা ট্যাবলেট ও ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শুক্রবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হোটেল উজান ভাটির সামনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।গ্রেফতার জীয়ন মিয়া (২৭) জেলার আশুগঞ্জ উপজেলার চর চারতলা এলাকার আবুল কাশেমেরর ছেরে ও একই জেলার বিজয়নগর উপজেলার ময়দর আলীর ছেলে ঝন্টু মিয়া (৩৪)। গ্রেফতার দুইজন চিহ্নিত মাদক কারবারি।বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলার আশুগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে হোটেল উজান ভাটির সামনে অভিযান পরিচালনা করে পিকআপভ্যান ও প্রাইভেটকারসহ তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের ব্যবহৃত পিকআপভ্যান ও প্রইভেটকার তল্লাশি করে ৩ হাজার ৫শ পিস ইয়াবা ট্যাবলেট, ৮৮ বোতল ফেনসিডিল ও মাদক ক্রয়-বিক্রের নগদ ২৭ হাজার টাকা জব্দ করা হয়। তারা হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে মাদক দেশে প্রবেশ করে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করে থাকে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।