অর্থ আত্মসাৎ মামলায় আখাউড়া যুবলীগের সভাপতি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া, 29 October 2022, 88 বার পড়া হয়েছে,

মো. জুয়েল মিয়া,নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর যুবলীগের সভাপতি মনির খানকে অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ অক্টোবর) রাত ১১টার দিকে পৌর শহরের নাইন স্টার হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানার পরিদর্শক তদন্ত সঞ্জয় কুমার সরকার বলেন, অর্থ আত্মসাতের মামলায় ৬ মাসের সাজা হয় মনির খানের। পরে বিজ্ঞ আদালতের ওয়ারেন্ট মূলে শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন পলাতক ছিল। শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।