করোনা থেকে মুক্তি কামনায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের উদ্যোগে দোয়া

ব্রাহ্মণবাড়িয়া, 27 July 2021, 438 বার পড়া হয়েছে,

করোনা ভাইরাসে সংক্রমিত ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান ও তার পরিবারের সদস্যদের আরোগ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের উদ্যোগে সোমবার জোহর নামাজের পর ২৫০শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিল হয়।

এতে করোনা সংক্রমিত সকলের আরোগ্য এবং করোনা মহামারী থেকে মুক্তির জন্যে বিশেষ দোয়া করা হয়। তাছাড়া করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরনকারীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

মসজিদের খতিব মাওলানা আনোয়ার হোসেনের পরিচালনায় দোয়া ও মিলাদ মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি,সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজন,সাবেক সভাপতি মো. আরজু ও সৈয়দ মিজানুর রেজা, প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত,কোষাধ্যক্ষ নজরুল ইসলাম শাহজাদা, দফতর সম্পাদক শাহজাহান সাজু,কার্যকরী সদস্য মনির হোসেন ও ফরহাদুল ইসলাম পারভেজ, প্রেস ক্লাবের সিনিয়র সদস্য সৈয়দ মো. আকরাম, মোজাম্মেল চৌধুরী প্রমুখ। -সরোদ