নবনির্বাচিত প্রেস ক্লাব নেতৃবৃন্দকে ভারত-বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়া, 2 February 2023, 136 বার পড়া হয়েছে,
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার দুপুরে প্রেস ক্লাব মিলনায়তনে নবনির্বাচিত সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সিনিয়র সহ-সভাপতি জসীম উদ্দিন, সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ খান বিটু, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন বিপু, কোষাধ্যক্ষ মোশারফ হোসেন বেলাল, দপ্তর সম্পাদক শাহজাহান সাজু, পাঠাগার ও ক্রীড়া সম্পাদক এইচ.এম. সিরাজ, সংস্কৃতি ও তথ্যপ্রযুক্তি সম্পাদক মোজাম্মেল চৌধুরী, কার্যকরী সদস্য ফরহাদুল ইসলাম পারভেজ ও মীর মো. শাহীনকে ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি করবী চক্রবর্ত্তী ও সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দাসের নেতৃত্বে কমিটির অন্যান্যরা ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এসময় ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি সঞ্জিত কুমার দাস,সহ-সভাপতি মুর্শেদা আক্তার পপি, এ.টি.এম নেছার ভুইয়া, মো.শাহ আলম বক্স।