নবীনগরে বাড়িতে রং-কেমিক্যাল মিশিয়ে তৈরি হচ্ছিল সার্ফ এক্সেল-রিন পাউডার

ব্রাহ্মণবাড়িয়া, 8 September 2022, 121 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নকল সার্ফ এক্সেল ও  রিন কাপড় কাচার পাউডার কারকাখায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে পৌর সভার জল্লা নামক এলাকায় কারখানাটিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় কারখানার মালিক শাহাদাৎ হোসেন ফজলুকে আটক করে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন জানান, অভিযান পরিচালনাকালে দেখা যায় এক ব্যক্তি নিজ বাড়িতে অবৈধভাবে সার্ফ এক্সেল পাইডার, রিন পাউডার, বাচ্ছাদের জুস এবং হাইস্পিড উৎপাদন করছিলেন। এসব পণ্য নিজের খেয়ালখুশি মতো কেমিক্যাল ও রং মিশিয়ে একটি মেশিনে উৎপাদন করছিলেন। ছিল না বিএসটিআইয়ের লাইসেন্স।  এসব পণ্য মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় এবং কর্তৃপক্ষের কোনো অনুমোদন না থাকায় অর্থাৎ অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা লঙ্ঘন করেছে। উক্ত ধারা লঙ্ঘনের অভিযোগে ফেক্টুরির মালিককে ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।